প্রায় পুরো বৈশ্বিক অর্থনীতির চেয়ে বড়
আইএমএফের অনুমান অনুযায়ী, ২০২৪ সালে পৃথিবীর মাত্র পাঁচটি দেশের জিডিপি এনভিডিয়ার বর্তমান বাজার মূল্যের চেয়ে বেশি থাকবে: যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ভারত ও জাপান। বাকিরা—যেমন যুক্তরাজ্য, কানাডা ও রাশিয়া—সবাই পিছিয়ে। এর মানে, এনভিডিয়ার বাজারমূল্য এখন পৃথিবীর বেশিরভাগ দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের চেয়েও বেশি।
শীর্ষ ৩০ জন ধনকুবেরের চেয়েও বেশি
ফোর্বসের বর্তমান তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৩০ জন ধনী ব্যক্তির সম্মিলিত মোট সম্পদের পরিমাণ $৩.৭৬ ট্রিলিয়ন। এনভিডিয়া এরইমধ্যে সেই সীমা অতিক্রম করেছে। এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির বাজারমূল্য এখন এমনকি ইলন মাস্ক, জেফ বেজোস, বার্নার্ড আর্নো, ওয়ারেন বাফেট, ল্যারি এলিসন এবং অন্যান্য বিশ্বখ্যাত ধনীদের সম্পদের চেয়েও মূল্যবান হয়ে উঠেছে।
পৃথিবীর সামরিক বাজেটের চেয়েও বেশি
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয়ের পরিমাণ ছিল $২.৪৬ ট্রিলিয়ন—যা এনভিডিয়ার বাজারমূল্যের প্রায় অর্ধেক। অন্যভাবে বললে, গোটা দুনিয়া প্রতিরক্ষার পেছনে যত ব্যয় করে, বিনিয়োগকারীরা তার চেয়েও বেশি অর্থ একটি এআই ও ডেটা সেন্টারের চিপ নির্মাতা কোম্পানিতে বিনিয়োগ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর চেয়েও বড়
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রধান খাতের শীর্ষ কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য—যেমন টেসলা (গাড়ি), নেটফ্লিক্স (মিডিয়া), জেপিমরগ্যান চেইস (ব্যাংকিং), এলি লিলি (ফার্মা) এবং এক্সনমোবিল (জ্বালানি)—একত্রে দাঁড়ায় প্রায় $৩.৫ ট্রিলিয়নে। এনভিডিয়ার একার বাজারমূল্যই এই পাঁচটি খাতের নেতৃস্থানীয় কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্যের চেয়েও বেশি।
S&P 500 সূচকের ২০০টি কোম্পানির চেয়েও মূল্যবান
ফ্যাক্টসেটের তথ্য অনুযায়ী, S&P 500 ৫০০ সূচকের সবচেয়ে ছোট ২০০টি কোম্পানির সম্মিলিত বাজারমূল্য প্রায় $৩.৫২ ট্রিলিয়ন। এই তালিকায় রয়েছে ক্যাম্পবেল’স, এইচপি, টাইসন ফুডস, ইউনাইটেড এয়ারলাইনস-এর মতো পরিচিত নাম। বহু দশকের ইতিহাস ও স্থায়ীত্ব সত্ত্বেও, আজ এনভিডিয়া একাই তাদের সবাইকে ছাড়িয়ে গেছে।
পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের চেয়েও বেশি
কয়েনগেকোর তথ্য অনুযায়ী, বর্তমানে সব ধরনের ক্রিপ্টোকারেন্সির সম্মিলিত বাজারমূল্য প্রায় $৩.৪৫ ট্রিলিয়ন। এর মধ্যে বিটকয়েন একাই $২.১৭ ট্রিলিয়নের বেশি দখল করে আছে। তবে সব অল্টকয়েন ও স্টেবলকয়েন মিলিয়েও ক্রিপ্টো ইকোসিস্টেম এখনও এনভিডিয়ার চেয়ে পিছিয়ে রয়েছে। এতে বোঝা যাচ্ছে বিনিয়োগকারীরা একটি চিপ কোম্পানির সম্ভাবনাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, এমনকি বিকেন্দ্রীকরণ ও ব্লকচেইন প্রযুক্তিনির্ভর একটি গোটা শিল্পখাতের চেয়েও বেশি এনভিডিয়া বেশি গুরুত্ব পাচ্ছে।
-
Grand Choice
Contest by
InstaForexInstaForex always strives to help you
fulfill your biggest dreams.প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
চ্যান্সি ডিপোজিটআপনার অ্যাকাউন্টে $3,000 জমা করুন এবং $4000 এর অধিক নিন!
চ্যান্সি ডিপোজিট প্রচারাভিযানে আমরা জুলাই $4000 লটারি করেছি! একটি ট্রেডিং অ্যাকাউন্টে $3,000 জমা করে এই অর্থ জেতার একটি সুযোগ নিন! এই শর্ত পূরণ করে, আপনি একজন অংশগ্রহণকারী হতে পারবেন।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
বুদ্ধিমত্তার সাথে ট্রেড করুন, ডিভাইস জিতুনআপনার অ্যাকাউন্টে কমপক্ষে $৫০০ টপ আপ করুন, প্রতিযোগিতার জন্য সাইন আপ করুন এবং মোবাইল ডিভাইস জেতার সুযোগ পান।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন