সাতোশি নাকামোতো
সাতোশি নাকামোতোর পরিচয় এখনও আর্থিক জগতের সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর একটি। তবে ধারণা করা হচ্ছে, বিটকয়েনের মূল্যের সর্বশেষ উত্থানে তিনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। তাঁর কাছে আনুমানিক ১১ লাখ বিটকয়েন রয়েছে, যার বর্তমান মূল্য প্রায় $১৩৫ বিলিয়ন। এই পরিমাণ এপ্রিলের তুলনায় প্রায় $৬২ বিলিয়ন বেশি। যদি সত্যিই তাঁর অস্তিত্ব থাকে, তাহলে মাত্র কয়েক মাসে তাঁর সম্পদ যেভাবে বেড়েছে, তাতে তিনি পৃথিবীর একাদশ ধনী ব্যক্তির আসনে পৌঁছে গেছেন।
মাইকেল সেলর
কর্পোরেট জগতে বিটকয়নের সবচেয়ে দৃঢ় সমর্থকদের একজন হলেন মাইকেল সেলর। আর পরিসংখ্যানের দিক থেকে দেখলে, তাঁর এই অবস্থান একেবারেই যৌক্তিক। তাঁর কোম্পানি মাইক্রোস্ট্র্যাটেজির বাজার মূলধন এখন $১২৭ বিলিয়ন এবং এটি ৬,০১,০০০-এর বেশি বিটকয়েন হোল্ড করছে, যার সর্বোচ্চ মূল্য $৭৪ বিলিয়নের কাছাকাছি ছিল। জুলাই মাসের প্রথমার্ধে কোম্পানিটি গড়ে $১১১,০০০ মূল্যে অতিরিক্ত ৪,০০০ বিটকয়ন কিনেছে। সেলরের ব্যক্তিগত ক্রিপ্টো ওয়ালেটে থাকা ১৭,৭৩২ বিটকয়েনের মূল্য এখন $২ বিলিয়নেরও বেশি, আর এপ্রিল থেকে তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে প্রায় $১১ বিলিয়ন ছাড়িয়ে গেছে।
ব্রায়ান আর্মস্ট্রং
কয়েনবেসের সিইও ব্রায়ান আর্মস্ট্রং বিটকয়নের মূল্যের ঊর্ধ্বগতির সুযোগ নিচ্ছেন, যদিও ২০২৫ সালে একটি স্বয়ংক্রিয় ট্রেডিং পরিকল্পনার অধীনে তিনি নিয়মিতভাবে কোম্পানিটির শেয়ার বিক্রি করছেন। এখনো তিনি তাঁর প্রতিষ্ঠিত কোম্পানির প্রায় ১৯%-এর মালিক, যার ফলে তাঁর সম্পদের পরিমাণ সরাসরি ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতির ওপর নির্ভরশীল। বিটকয়েনের মূল্য সর্বকালের সর্বোচ্চ মূল্যে পৌঁছানোর ফলে কয়েনবেসের বাজার মূলধন যেমন বেড়েছে, তেমনি আর্মস্ট্রং-এর মোট সম্পদ এখন $১৬ বিলিয়ন ছাড়িয়ে গেছে — যা কেবল কয়েক মাসেই $৫ বিলিয়নের বেশি বেড়েছে।
উইঙ্কলভস ভ্রাতৃদ্বয়
বিটকয়নের প্রাথমিক সরাসরি সমর্থকদের মধ্যে অন্যতম টাইলার এবং ক্যামেরন উইঙ্কলভসের কাছে বর্তমানে ২৮,০০০-এর বেশি বিটকয়েন রয়েছে, যার মূল্য আজ প্রায় $৩.৫ বিলিয়ন। ক্রিপ্টো মার্কেটের রেকর্ড উত্থানে এই ভ্রাতৃদ্বয়ের মোট সম্পদের পরিমাণ বেড়ে $৪ বিলিয়ন ছাড়িয়েছে, যেখানে দুইজনের সম্পদই প্রায় $৩.৭ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জুনে এই জুটির নাম সংবাদে উঠে আসে, যখন তাঁরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ১৫.৪৭ বিটকয়েন দান করেন — যার মূল্য তখন প্রায় $১ মিলিয়ন ছিল। বাইডেন প্রশাসনের ক্রিপ্টো-বিরোধী নীতির প্রতিবাদ জানাতেই তাঁরা এই পদক্ষেপ নেন।
মাইক নভোগ্রাটজ
গ্যালাক্সি ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও মাইক নভোগ্রাটজ ডিজিটাল অ্যাসেট দুনিয়ার পরিচিত মুখ। তিনি মূলধারার আগ্রহ আসার অনেক আগেই ২০১৩ সালে বিটকয়নে বিনিয়োগ শুরু করেন। তারপর থেকে তিনি ডজনখানেক স্টার্টআপ এবং টোকেনে বিনিয়োগ করে নিজেকে এই খাতজুড়ে বিস্তৃত করেছেন। বিটকয়নের মূল্যের বিস্ফোরক উত্থান এবং বাজারে গ্যালাক্সি ডিজিটালের উপস্থিতি বৃদ্ধির ফলে নভোগ্রাটজের মোট সম্পদের পরিমাণ এপ্রিল থেকে $২.৪ বিলিয়ন বেড়ে আজ প্রায় $৫ বিলিয়ন ছুঁয়েছে।
ফ্রেড এয়ারশাম
কয়েনবেসের সহ-প্রতিষ্ঠাতা ফ্রেড এয়ারশাম ২০১৭ সালে কোম্পানি ছেড়ে গেলেও, কোম্পানির সাফল্য থেকে তিনি এখনো লাভবান হচ্ছেন। বর্তমানে তিনি বিনিয়োগ প্রতিষ্ঠান প্যারাডাইম পরিচালনা করছেন, যার আওতায় $৮ বিলিয়নের বেশি সম্পদ রয়েছে। পাশাপাশি তিনি কয়েনবেসের বোর্ডেও আছেন এবং তিনি কোম্পানিটির ৪% শেয়ারের মালিক। বিগত বছরগুলোতে কয়েনবেসের শেয়ারমূল্য ৮১% বেড়েছে, যার পেছনে তাদের ৫১,০০০ বিটকয়েন রিজার্ভও একটি বড় ভূমিকা রেখেছে। বিটকয়নের মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাবে এয়ারশামের ব্যক্তিগত সম্পদের পরিমাণ $১ বিলিয়নের বেশি বেড়ে বর্তমানে $৪ বিলিয়নের উপরে পৌঁছেছে।
টিম ড্রেইপার
ড্রেইপার ফিশার জুরভেটসনের পার্টনার ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট টিম ড্রেইপার ছিলেন বিটকয়নে সাহসী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অগ্রদূত। ২০১৪ সালে তিনি মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে সিল্ক রোড মার্কেটপ্লেসে বাজেয়াপ্ত ৩০,০০০ বিটকয়েন কিনেছিলেন, যার মূল্য তখন ছিল প্রায় $১৯ মিলিয়ন। সেই কয়েনগুলোর বর্তমান মূল্য $৩.৬ বিলিয়নের বেশি। বিটকয়নের মূল্যের সাম্প্রতিক দ্রুত উত্থানের ফলে ড্রেইপারের সম্পদ $১.৬ বিলিয়ন বেড়ে গেছে, যা আবারও প্রমাণ করে— আগে থেকে সাহসী ও দূরদর্শী বিনিয়োগ কতটা কার্যকর হতে পারে।
-
Grand Choice
Contest by
InstaForexInstaForex always strives to help you
fulfill your biggest dreams.প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
চ্যান্সি ডিপোজিটআপনার অ্যাকাউন্টে $3,000 জমা করুন এবং $4000 এর অধিক নিন!
চ্যান্সি ডিপোজিট প্রচারাভিযানে আমরা জুলাই $4000 লটারি করেছি! একটি ট্রেডিং অ্যাকাউন্টে $3,000 জমা করে এই অর্থ জেতার একটি সুযোগ নিন! এই শর্ত পূরণ করে, আপনি একজন অংশগ্রহণকারী হতে পারবেন।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
বুদ্ধিমত্তার সাথে ট্রেড করুন, ডিভাইস জিতুনআপনার অ্যাকাউন্টে কমপক্ষে $৫০০ টপ আপ করুন, প্রতিযোগিতার জন্য সাইন আপ করুন এবং মোবাইল ডিভাইস জেতার সুযোগ পান।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন