মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ বর্তমানে আনুমানিক $২৫০ বিলিয়ন, যার বেশিরভাগই মেটাতে তার ১৩% মালিকানা থেকে এসেছে। তবে এই টেক জায়ান্টের তার সন্তানদের সেই সম্পদ দিয়ে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে মিলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মেটার ৯৯% শেয়ার তিনি জনকল্যাণমূলক কাজে দান করবেন। ইতোমধ্যেই চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ স্বাস্থ্য, শিক্ষা ও সমতার সুযোগ তৈরিতে প্রায় $৭ বিলিয়ন বিনিয়োগ করেছে। জাকারবার্গের বিশ্বাস, অর্থ সবার জীবনের পরিবর্তনের হাতিয়ার হওয়া উচিত—শুধু ধনী ঘরে জন্মগ্রহণকারীদের জন্য নয়।
লরিন পাওয়েল জবস
লরিন পাওয়েল জবসের সম্পদের পরিমাণ প্রায় $১৪ বিলিয়ন, যার বেশিরভাগই তিনি তার স্বামী ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন—তিন সন্তানের কাউকেই তিনি সেই সম্পদ দিয়ে যেতে চান না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি উত্তরাধিকার সম্পদের ধার ধারি না, আর আমার সন্তানরাও সেটা জানে।” তিনি তার সম্পদ এমারসন কালেকটিভ-এর মাধ্যমে শিক্ষা, অভিবাসন সংস্কার ও পরিবেশ বিষয়ক উদ্যোগে ব্যয় করছেন—যা উদ্দেশ্যনির্ভর দান করার জন্য বৃহৎ প্ল্যাটফর্ম।
ইভন চুইনার্ড
ইভন চুইনার্ড হলেন প্যাটাগোনিয়ার প্রতিষ্ঠাতা—যা আউটডোর পোশাক ও সরঞ্জামের অন্যতম বিখ্যাত একটি ব্র্যান্ড। একসময় তার সম্পদের পরিমাণ ছিল $১.২ বিলিয়ন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে সেই ‘বিলিয়নিয়ার’ তকমা ত্যাগ করেন। ২০২২ সালে তিনি তাঁর পুরো কোম্পানির মালিকানা একটি ট্রাস্ট ও অলাভজনক প্রতিষ্ঠানে স্থানান্তর করেন, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করে। তার সন্তানরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তারা জানিয়ে দিয়েছে যে তারা এই সম্পদের সুবিধাভোগী হতে চায় না। এখন প্যাটাগোনিয়ার বার্ষিক লাভ—প্রায় $১০০ মিলিয়ন—যা পৃথিবীকে সুরক্ষিত রাখার কাজে ব্যয় হয়।
বিল গেটস
বিল গেটস ইতোমধ্যে তার বিপুল সম্পদের বড় অংশ গেটস ফাউন্ডেশনে দান করে দিয়েছেন। তবুও তার সম্পদের পরিমাণ এখনও প্রায় $১৭৭ বিলিয়ন। কিন্তু তার তিন সন্তান এই বিপুল অর্থের খুব সামান্য অংশই উত্তরাধিকার হিসেবে পাবেন। গেটসের মতে, “উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বেশি সম্পদ সন্তানদের ক্ষতি করে,” এবং তিনি বিশ্বাস করেন সন্তানদের নিজেদের পথ নিজেদেরই খুঁজে নেওয়া উচিত। তার এই দান করার নীতি থেকেই এসেছে ‘গিভিং প্লেজ’ উদ্যোগ, যা তিনি ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে চালু করেছেন, যাতে ধনকুবেররা তাদের বেশিরভাগ সম্পদ জনকল্যাণে দিয়ে দেন।
ওয়ারেন বাফেট
ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ বর্তমানে আনুমানিক $১৫২ বিলিয়ন। তিনি বরাবরই বলে আসছেন—তার সন্তানরা কেবল জন্মসূত্রে বিপুল অর্থ পাবে না। তিনি এই ‘জন্মের সুবাদে সম্পদ পাওয়াকে’ সামাজিকভাবে ক্ষতিকর বলে মনে করেন। তার মতে, সন্তানদের এমন পরিমাণ অর্থ দেওয়া উচিত যাতে তারা যেকোনো কিছু করতে পারে—তবে এত বেশি নয় যাতে তারা কিছুই না করে। তিনি ঘোষণা দিয়েছেন, বার্কশায়ার হ্যাথাওয়ের সব শেয়ার তিনি জনকল্যাণে দান করবেন, যার কিছু অংশ তার সন্তানদের পরিচালিত ফাউন্ডেশনগুলোতে যাবে।
-
Grand Choice
Contest by
InstaForexInstaForex always strives to help you
fulfill your biggest dreams.প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
চ্যান্সি ডিপোজিটআপনার অ্যাকাউন্টে $3,000 জমা করুন এবং $4000 এর অধিক নিন!
চ্যান্সি ডিপোজিট প্রচারাভিযানে আমরা জুলাই $4000 লটারি করেছি! একটি ট্রেডিং অ্যাকাউন্টে $3,000 জমা করে এই অর্থ জেতার একটি সুযোগ নিন! এই শর্ত পূরণ করে, আপনি একজন অংশগ্রহণকারী হতে পারবেন।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন -
বুদ্ধিমত্তার সাথে ট্রেড করুন, ডিভাইস জিতুনআপনার অ্যাকাউন্টে কমপক্ষে $৫০০ টপ আপ করুন, প্রতিযোগিতার জন্য সাইন আপ করুন এবং মোবাইল ডিভাইস জেতার সুযোগ পান।প্রতিযোগীতায় অংশগ্রহণ করুন